প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২৪:০৪ প্রিন্ট সংস্করণ
বর্তমান সময়ের উদীয়মান তারকা কন্ঠ শিল্পীদের মধ্যে রাকা পপি অন্যতম।জনপ্রিয় বেশ কিছু আধুনিক গানের পাশাপাশি বেশ কিছু ফোক সংগীতকে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এছাড়াও তিনি মৌলিক গান নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন।বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি স্যাটেলাইট চ্যানেল, বেতার এবং স্টেজ শোতে জনপ্রিয় রাকা পপির গাওয়া “ও কালাচাঁন ” গানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও সমালোচকদের ব্যাপক প্রশংসা করিয়েছেন। তাছাড়া হে মহান নেতা, গোধূলী বিকেল, ঐ চাঁদ মেঘে মিলেছে সহ অনেক জনপ্রিয় মৌলিক গান তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে।
সম্প্রতি রামানন্দ সরকারের কথা ও মোঃ সাদেক আলীর সুরে জনপ্রিয় সংগীতশিল্পী সাব্বির জামানের সাথে চমৎকার রোমান্টিক ধাঁচের একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন।গানটি বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের স্টুডিওতে রেকর্ড হয়েছে।
নতুন এই গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী সাব্বির জামান বলেন,গানের কথা গুলো অনেক সুন্দর এবং সুরও সঙ্গীত অনেক চমৎকার হয়েছে। আমি সবসময়ই চেষ্টা করি ভালো কথা ও সুরের নতুন নতুন গান করতে । ভালো গান উপহার দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়া একজন শিল্পীর সার্থকতা।
বিনোদন ডেস্ক #