জাতীয়

রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৩ , ২:৩০:১০ প্রিন্ট সংস্করণ

0Shares
Img 20230922 022326

নিউজ ডেস্ক: ভারী বর্ষণে রাজধানীতে পানি জমে যাওয়ার পর বিদ্যুতের তার পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলেন . মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭) ও তাদেরকে বাঁচাতে এগিয়ে আসা স্থানীয় যুবক মোহাম্মদ অনীক (২০)। তারা সবাই মিরপুর এলাকার বাসিন্দা।

বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা 

বৃহস্পতিবার রাতে মিরপুর এক নম্বর শিয়ালবাড়ি এলাকায় কমার্স কলেজের সামনে এই ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করেছেন।

সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

0Shares

আরও খবর

Sponsered content