নিউজ ডেস্ক: ভারী বর্ষণে রাজধানীতে পানি জমে যাওয়ার পর বিদ্যুতের তার পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরো পাঁচজন আহত হয়েছে।
নিহতরা হলেন . মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) এবং তাঁদের মেয়ে লিমা (৭) ও তাদেরকে বাঁচাতে এগিয়ে আসা স্থানীয় যুবক মোহাম্মদ অনীক (২০)। তারা সবাই মিরপুর এলাকার বাসিন্দা।
[caption id="attachment_216" align="aligncenter" width="300"] বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা [/caption]
বৃহস্পতিবার রাতে মিরপুর এক নম্বর শিয়ালবাড়ি এলাকায় কমার্স কলেজের সামনে এই ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনাটি নিশ্চিত করেছেন।
সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে একটি পিকআপে ত্রিপল দিয়ে ঢেকে বিদ্যুতায়িত হয়ে আহত কয়েকজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে চারজন মারা গেছেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।