জেলার সংবাদ

ঢাকা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, দক্ষিনের সভাপতি পাভেল মোল্লা 

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৫ , ৪:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Download (1)

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ ও উত্তর জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিকে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরের জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এতে ঢাকা জেলা দক্ষিণের কমিটিতে কেরানীগঞ্জের বাঘৈর এলাকার কৃতি সন্তান পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

 

উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এন/টি#

 

 

0Shares

আরও খবর

Sponsered content