নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা জেলা দক্ষিণ ও উত্তর জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিকে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করে কেন্দ্রীয় দপ্তরের জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে ঢাকা জেলা দক্ষিণের কমিটিতে কেরানীগঞ্জের বাঘৈর এলাকার কৃতি সন্তান পাভেল মোল্লাকে সভাপতি ও মো. শফিকুল ইসলাম নিরবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে মো. হাবিবুর রহমান ঠান্ডুকে সিনিয়র সহসভাপতি, মো. হাসিব হোসেনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. শাহরুখ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
উত্তরের কমিটিতে মোহাম্মদ তমিজ উদ্দিনকে সভাপতি ও মাহফুজ ইকবালকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহসভাপতি করা হয়েছে ইসমাইল হোসেন সুমনকে। এ ছাড়া রাকিব খন্দকারকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মো. সুজন শিকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মঞ্জুরুল হক সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এন/টি#
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।