অপরাধ

গ্রামীন টেলিকম দখলের অভিযোগে সংবাদ সম্মেলন,এর আগে ঝাড়ু মিছিল

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:৪২:৩৭ প্রিন্ট সংস্করণ

20240215 183517

নিউজ ডেস্ক: নোবেল জয়ী ড.ইউনুসের গ্রামীণ টেলিকম সহ আটটি প্রতিষ্ঠান দখল করে নিয়ে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রামীণ ব্যাংক। এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ড.ইউনুস অভিযোগ করেন, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণ টেলিকম ভবনে থাকা তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও কোন প্রতিকার পাননি।
তিনি আরো বলেন,নিজের বাড়িতে যদি কেউ তালা মারে, তখন কেমন লাগে, আপনারাই বলেন।ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। আমি পুলিশকে বললাম, এরকম কাণ্ড হচ্ছে। পরে তারা একবার এসে ঘুরে গেল। পুলিশ এতে কোনো অসুবিধা দেখল না। আমার প্রতিষ্ঠান জবরদখল বা ব্যবহারের এখতিয়ার কারো নেই। আমি কোন জগতে এলাম,তাহলে দেশে আইন–আদালত কিসের জন্য আছে।

সংবাদ সম্মেলনে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গ্রামীণ টেলিকম এর কাছে বকেয়া টাকা পাওনা বেশ কিছু কর্মী সেখানে প্রতিবাদস্বরূপ ঝাড়ু মিছিল করে। এ সময় স্থানীয়  শাহ আলী  থানা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা এই ঝাড়ু মিছিলে অংশগ্রহণ করে।

######

আরও খবর

Sponsered content