নিউজ ডেস্ক: নোবেল জয়ী ড.ইউনুসের গ্রামীণ টেলিকম সহ আটটি প্রতিষ্ঠান দখল করে নিয়ে সেখানে তালা ঝুলিয়ে দিয়েছে গ্রামীণ ব্যাংক। এমন অভিযোগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ড.ইউনুস অভিযোগ করেন, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) গ্রামীণ টেলিকম ভবনে থাকা তাদের আটটি প্রতিষ্ঠান জবরদখল করেছে গ্রামীণ ব্যাংক। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চেয়েও কোন প্রতিকার পাননি।
তিনি আরো বলেন,নিজের বাড়িতে যদি কেউ তালা মারে, তখন কেমন লাগে, আপনারাই বলেন।ব্যবসার মুনাফার টাকায় এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে, গ্রামীণ ব্যাংকের টাকায় নয়। আমি পুলিশকে বললাম, এরকম কাণ্ড হচ্ছে। পরে তারা একবার এসে ঘুরে গেল। পুলিশ এতে কোনো অসুবিধা দেখল না। আমার প্রতিষ্ঠান জবরদখল বা ব্যবহারের এখতিয়ার কারো নেই। আমি কোন জগতে এলাম,তাহলে দেশে আইন–আদালত কিসের জন্য আছে।
সংবাদ সম্মেলনে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম ও গ্রামীণ কল্যাণের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মঈনুদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গ্রামীণ টেলিকম এর কাছে বকেয়া টাকা পাওনা বেশ কিছু কর্মী সেখানে প্রতিবাদস্বরূপ ঝাড়ু মিছিল করে। এ সময় স্থানীয় শাহ আলী থানা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা এই ঝাড়ু মিছিলে অংশগ্রহণ করে।
######
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।