জাতীয়

দেশের সকল থানার ওসিদের বদলির নির্দেশনা ইসির

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৯:৪২:২৩ প্রিন্ট সংস্করণ

Images (44)

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের(ওসি) পর্যায়ক্রমে বদলির নির্দেশনা দেয়া হয়েছে। প্রথম যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ০৬ মাসের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে তাদের বদলি করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইসি উপসচিব মো.মিজানুর রহমান স্বাক্ষরিত এ চিঠি জননিরাপত্তা সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (OC) পর্যায়ক্রমে বদলী করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এলক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ০৬ মাসের অধিক চাকুরীকাল সম্পন্ন হয়েছে তাদেরকে অন্য জেলায়/অন্যত্র বদলীর প্রস্তাব আগামী ০৫/১২/২০২৩ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণ করা প্রয়োজন।বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

 

 

 

 

আরও খবর

Sponsered content