জেলার সংবাদ

বুড়িগঙ্গা থেকে দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার 

  প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৩ , ৬:০৮:১১ প্রিন্ট সংস্করণ

Img20230614135532 01

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গায় কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় হাফিজুর (৩৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। হাফিজুর গাইবান্ধা ফুলপুর থানার কানচি গ্রামের জিলাল মিয়ার ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ও বর্তমানে গেন্ডারিয়া মামার মাজার এলাকায় থাকত ।

শুক্রবার( ২৪ নভেম্বর ) দুপুর বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগের উল্টো পাড়ে বুড়িগঙ্গা নদীর আলমগঞ্জ মধ্যেরপুল ঘাট থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে নৌ পুলিশ।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক নকিব অয়জুল হক জানান, সকালে লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে সে মৃগী রোগী এবং গতকাল থেকে নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন কারনে নদীর পাড়ে গিয়ে পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content