প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৮:০৯:১৫ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) : প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট পুলিশিং কার্যক্রম পরিচালনার করে অপরাধ দমনে নজরদারি নিশ্চিত করতে সমস্ত কেরানীগঞ্জকে সিসি ক্যামেরার আওতায় আনছে ঢাকা জেলা পুলিশ।
দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি কনভেনশন সেন্টারে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ সময় বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান প্রধান অতিথির উপস্থিতিতে ঢাকা জেলা পুলিশ সুপারের হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ-জামানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও নিরাপত্তা জোরদারে আরও একধাপ এগিয়ে গেল। কেরাণীগঞ্জে যে সিসিটিভি ক্যামেরা বসতে যাচ্ছে, সেগুলো খুবই অত্যাধুনিক। বর্তমানে পাঁচটি ইউনিয়নের মূল সড়ক গুলোতে ক্যামেরা স্থাপন করা হচ্ছে, আগামীতে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসলে প্রতিটি অলি-গলিতে আমরা ক্যামেরা স্থাপন করব। ২০২৪ সালের মধ্যে আমরা কেরাণীগঞ্জকে শতভাগ অপরাধমুক্ত ঘোষণা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।