জাতীয়

ফখরুল পিটার হাসের সাথে হোটেলে, আমির খসরু সুইস রাষ্ট্রদূতের বাসায়

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৬:৩৯:৩৭ প্রিন্ট সংস্করণ

Img 20231012 184020

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয়। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত চলেও কি বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। এমনকি বিএনপি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সত্যতা নিশ্চিত করা হয়নি।বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক) অর্টরু হাইনেস উপস্থিত ছিলেন।

এছাড়াও একই দিন রাজধানীর বারিধারায় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সাথে তার বাসভবনে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজ করেছেন বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা।বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি জানান, রাষ্ট্রদূতের আমন্ত্রনে দুপুরের মধ্যাহ্নভোজে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং তাবিথ আউয়াল অংশগ্রহণ করে।

আরও খবর

Sponsered content