অপরাধ

কেরানীগঞ্জে মোটরসাইকেল গ্যারেজে আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৫:২৭:২৯ প্রিন্ট সংস্করণ

IMG20231012131808

কেরানীগঞ্জ (ঢাকা) :ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড এলাকায় খালেক ম্যানশনের আন্ডারগ্রাউন্ডে বিসমিল্লাহ মোটরসাইকেল সার্ভিসিং এন্ড ওয়ার্কশপ নামের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩৫ টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর ) ভোর রাতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ হানিফ মিয়া জানান, অবৈধভাবে বেইজমেন্টে গড়ে তোলা গ্যারেজটির ভেতরে বিপুল পরিমাণ মবিল থাকার কারণে আগুনে ক্ষয় ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত মনে হলেও গ্যারেজটির মালিক লিটন মিয়া এটাকে নাশকতা বলে দাবি করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মোঃ আলমগীর হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনায় মালিকপক্ষের কেউ থানায় অভিযোগ করতে রাজি হয়নি।

#

আরও খবর

Sponsered content