প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ১২:১১:১০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: কারাগারে আটক বন্দীদের মানসিক প্রশান্তি,মাদক মুক্ত এবং মনের ভেতর থেকে অপরাধ প্রবণতা দূর করে সংশোধনের লক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে “বঙ্গবন্ধু প্রিজন কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩” আয়োজন করা হয়েছে।
বুধবার বিকেলে কারা ময়দানে দশ দলের অংশগ্রহণে মাস ব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বিকেল সোয়া তিনটায় মাশরাফি কারাগারে এসে পৌঁছলে তাকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ, এস, এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল শেখ সুজাউর রহমান, ডিআইজি প্রিজন (ঢাকা বিভাগ) এস এম ফজলুল হক ও সিনিয়র জেল সুপার(কেন্দ্রীয় কারাগার) সুভাষ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কারাগারের বন্দীদের মধ্য থেকে কিংস সুপারস্টার, লিজেন্ড যমুনা, পদ্মা কিংস, রুপসা কার্ডিন্যান্স, কেস টেবিল রাইডার্স, রেনেসাঁস, রয়েল ভাটিকাল, গ্রীন মনিহার, সূর্যমুখী ওরিয়ারস্ নামের নয়টি দল ও কারারক্ষীদের প্রভাতী নামের একটি দল নিয়ে মোট ১০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল অত্যন্ত জাঁকজমকপূর্ণ হবে আয়োজন করার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে। কারাগারের ভিতরে টুর্নামেন্টের আয়োজন করায় বন্দীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।