প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ৪:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ
স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে প্রথম কোন পদক জিতল, বাংলাদেশ তাও আবার নারীদের হাত ধরে।এশিয়ান গেমসের ক্রিকেট খেলায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ।
সোমবার চীনের হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে
৯ উইকেট হারিয়ে করে ৬৪ রান করে পাকিস্তান।জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জিতে যায় বাংলাদেশ।
খেলা শুরুর পঞ্চম বলেই পাকিস্তানের ওপেনার শাওয়াল জুলফিকারকে শূন্য রানে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মারুফ আক্তার। আর ১৫তম ওভারে জোড়া আঘাত করেন স্বর্ণা আক্তার। শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে তিনি বাংলাদেশের সফল বোলার।
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে শামীমা সুলতানা ও সাথি রানীর ২৭ রান তুলে,১৩ রান করেন শামীমা। সাথিও একই রান করে বিদায় নেন।এরপর নাশরা সান্ধু টানা ওভারে নিগার (২) ও সোবহানা মোস্তারিকে (৫) ফেরালেও রিতু মনিকে নিয়ে স্বর্ণা হাল ধরেন। জয় থেকে ৮ রান দূরে থাকতে রিতু থামেন ৭ রানে। বাকি পথ পাড়ি দেন স্বর্ণা ও সুলতানা খাতুন। স্বর্ণা ইনিংস সেরা ১৪ রানে অপরাজিত ছিলেন।