জাতীয়

সরকারকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিল বিএনপি

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৭:৫৯:৫৫ প্রিন্ট সংস্করণ

IMG 20230924

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে আগামী ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি।রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।এই মুহূর্তে তাকে বিদেশে উন্নত চিকিৎসা না করালে তার জীবন নিয়ে সংশয় রয়েছে।

বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, আইনমন্ত্রী আনিসুল হকের এ রকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এসব ছলচাতুরি করে কোনও লাভ নেই। পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে তার মুক্তির কথা বলা হয়েছিল। একইসঙ্গে তাকে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল।’

ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে দলটির বিভিন্ন কেন্দ্রীয় নে তারা সরকারের ব্যবস্থা সমালোচনা করে বক্তব্য প্রদান।

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে লিভার সিরোসিস,ফুসফুস ও হৃদরোগ আক্রান্ত। গত দেড় মাস যাবৎ তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

নিউজ ডেস্ক #

আরও খবর

Sponsered content