প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৮:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ডাকযোগে ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না পাওয়ায় সাতটি দেশে নিবন্ধন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দেশগুলো হচ্ছে,সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত
বৃহস্পতিবার আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটাররা নিবন্ধনের সময় সঠিক ঠিকানা না দেওয়ায় সংশ্লিষ্ট দেশের প্রবাসীদের কাছে ডাকযোগে ব্যালট পেপার পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। সঠিক ঠিকানা ছাড়া ডাকভোটের প্রক্রিয়া কার্যকর রাখা যায় না বলেও জানান তিনি।
ইসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন অতিক্রম করেছে সাড়ে ৫১ হাজার। গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনকারীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠানো হবে।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্রসহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশে নিবন্ধন কার্যক্রম চলছে। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত ভোটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও কয়েদিরা ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইসির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে সাত দেশে নিবন্ধন স্থগিত হওয়ায় ওই অঞ্চলের বিপুলসংখ্যক বাংলাদেশি ভোটার চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন করতে আপাতত অপেক্ষায় রয়েছেন।
এন/টি #

















