অপরাধ

কেরানীগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদককারবারি আটক 

  প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৫ , ৩:৫৯:৩২ প্রিন্ট সংস্করণ

IMG 20251120 WA0002

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি মোঃ সাইদুল ইসলাম।

আটককৃত মোহাম্মদ শাহ নেওয়াজ (৩৪), কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া এলাকার এবং মোঃ রনি (৩৭), মুন্সিগঞ্জের খানবাড়ী কামারগাঁও এলাকার বাসিন্দা।

ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর এলাকায় অভিযান চালিয়ে শাহ নেওয়াজকে ইয়াবাসহ এবং একই দিন রাতে কদমতলী গোলচত্বর এলাকায় আরেকটি অভিযানে গাঁজাসহ রনিকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এন/টি #

 

 

 

আরও খবর

Sponsered content