অপরাধ

কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ১১:৩১:৪৪ প্রিন্ট সংস্করণ

Resize 350x300x1x0 image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বলাকা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৮৮২৮) নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঢাকা শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এই ঘটনা ঘটানো হয়েছে।

 

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজেন্দ্রপুর বাজার এলাকায় ঢাকা মাওয়া হাইওয়ের সার্ভিস লেন এই ঘটনা ঘটে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত তিনটার দিকে একটি সাদা মোটরসাইকেলে করে তিন যুবক এসে গাড়িতে আগুন দিয়ে চলে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা প্রথমে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসের খবর দেই। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।

 

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, কেরানীগঞ্জ থানার পেট্রোল টিম আগুন লাগার সংবাদ দিলে দ্রুত ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনে গাড়ির ভেতরের সিট জানালার,গ্লাস ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক গাড়ির মালিক পক্ষের কাউকে না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এন/টি #

আরও খবর

Sponsered content