জাতীয়

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৫:১৯:১৯ প্রিন্ট সংস্করণ

523a092d50f9f10b6cb208373264f96b29be36ac892f9c8c

নিউজ ডেস্ক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে এবার আগের বছরের তুলনায় ছুটি কিছুটা কমেছে। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবারে), ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৯ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে। বছরজুড়ে নির্বাহী আদেশে ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮টি ছুটি থাকবে।’

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছিল। তখন মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশে ছুটি ছিল ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গিয়েছিল।

নতুন তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটি পড়েছে ৯ দিনে, ফলে মোট ২৮ দিনের ছুটির মধ্যে প্রকৃত বা কার্যকর ছুটি থাকবে ১৯ দিন।

এন/টি #

আরও খবর

Sponsered content