প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪৫:২২ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী শাহ আলম। এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী শাহ আলম জানান, গত ২৬ আগস্ট পাশের বাড়ির চাচার করা একটি অভিযোগে তিনি সাক্ষী দেন। পরে ২৭ সেপ্টেম্বর বিবাদীদের বিরুদ্ধে থানায় একটি জিডি হয় যেখানে তিনি আবারও সাক্ষী প্রদান করেন। ওই জিডিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে আনিসুর রহমান, নাসির উদ্দিন, কুতুব উদ্দিন ও নাসির উদ্দিনের ছেলে সাঈদের।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ সেপ্টেম্বর বাদ আসরের পর নাসির উদ্দিনের ছেলে সাঈদ ও কুতুব উদ্দিনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রামদা হাতে নিয়ে তাকে হত্যার হুমকি দেয়। পরে গভীর রাতে তাদের জমিনে থাকা ৩৫ থেকে ৪০টি পেপে গাছ ও অন্তত ১৫ থেকে ১৮টি কলাগাছ কেটে ফেলে।
এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে কেরানীগঞ্জ মডেল থানার আশ্রয় চান।
বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল হক ডাবলু জানান,এব্যাপারে একটি সাধারণ ডাইরি হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এন/টি#

















