অপরাধ

পুলিশ সুপারের নামে মোবাইল ফোনে প্রতারণাঃ আটক ৩

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৫:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ

Img 20250828 wa0017

কেরানীগঞ্জ (ঢাকা)  প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশ সুপারের নাম্বার ক্লোন করে হোয়াটসঅ্যাপে আইডি তৈরি করে ও প্রোফাইল পিকচারে তার ছবি ব্যবহার করে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন ও পাঁচটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঢাকা জেলার পুলিশ সুপারের পোশাক পরিহিত ছবি হোয়াটসঅ্যাপে ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বড় বড় ব্যবসায়ীকে মোবাইল ফোনে গ্রেফতারের হুমকি দিয়ে চাঁদা দাবি করত। এমন অভিযোগের ভিত্তিতে ২৭ আগস্ট সকালে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর বাঘা থানার আশরাফপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইমন আলী, নাহিদুল ইসলাম ও তানজির ওরফে তানজু নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো  জানায়, প্রাথমিক  জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ইমন আলীর নামে পূর্বে আইসিটি অ্যাক্ট এ ৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/টি #

আরও খবর

Sponsered content