অপরাধ

অপহরণের পর শ্বাসরোধে ছেলেকে হত্যা: পালিয়েছে পাষন্ড পিতা

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৫ , ৫:৫৩:১৩ প্রিন্ট সংস্করণ

Img 20250816 wa0002

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে রাকিব (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের স্বজনদের দাবি রাকিবের সৎ পিতা আজহারুল তাকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছে। নিহত রাকিব সাতক্ষীরা ফিরিঙ্গি থানার গাভা গ্রামের খাইরুল সরদারের ছেলে। বর্তমানে মায়ের সাথে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকার ভাড়ায় বসবাস করত।

শনিবার(১৬ আগস্ট ) বিকেল সাড়ে তিনটায় দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া বউবাজার এলাকার মোশারফ মিয়ার বাড়ির একটি তালাবদ্ধ ঘরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

নিহতের মা তফুরা খাতুন জানান, রাকিবের পিতার সাথে সংসার বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে আজাহারুল নামে এক ব্যক্তির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সংসারে শান্তি হয়নি,আজহারুলের সাথে প্রায় ই ঝগড়াঝাঁটি হতো। এ কারণে সে আজাহারুলকে ডিভোর্স দিয়ে ছেলেকে নিয়ে আলাদা বাসায় চলে যায়। এতে আজহারুল ক্ষিপ্ত হয়ে গত দুদিন আগে রাস্তা থেকে ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়ে তার কাছে মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা দিতে না পারায় আজ সকালে আজহারুল ফোন করে জানায় আমার ছেলের মরদেহ তার ভাড়া বাসার ঘরের মধ্যে রয়েছে। পরে সেখানে গিয়ে দেখি তালাবদ্ধ ঘরের ভেতর আমার ছেলের মরদেহ পড়ে আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, ৯৯৯ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নিহতের সৎ বাবা তাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘাতক আজহারুল পলাতক রয়েছেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content