জাতীয়

উত্তরা দিয়াবাড়ি এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৫ , ২:২৭:১৩ প্রিন্ট সংস্করণ

Screenshot 20250721 142012 facebook

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই ) বেলা ১টা ৬ মিনিটে মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ – ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছি। সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

এন/টি #

আরও খবর

Sponsered content