অপরাধ

কেরানীগঞ্জে সালিশ বৈঠক শেষে বাড়িতে ফেরার পথে প্রবাসীকে হত্যা

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৫ , ৩:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

20250708 154827

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় থানায় সালিশ বৈঠক শেষে বাড়িতে ফেরার সময় তাজুল ইসলাম নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্যরাতে ঢাকা মাওয়া হাইওয়ের ঝিলমিল আবাসিক এলাকার পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

নিহত স্বজনরা জানান, তাজুল ইসলামের মেয়ের জামাইয়ের দুটি মোবাইল চুরি হওয়ার পর চোর সন্দেহে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা শেষে থানা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় তাজুল ইসলাম। এরপর খোঁজাখুঁজি করতে গিয়ে ঝিলমিল আবাসিক এলাকা রাস্তার পাশে লাশ পাওয়া যায়।

মেয়ের জামাই সবুজ মোল্লা জানান, আমিও আমার শ্বশুর একসাথে থানা থেকে বের হয়েছি। আমি পথিমধ্যে তেঘরিয়া স্ট্যান্ডে রিকশা থেকে নেমে যাই এবং সে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। কিছুক্ষণ পরে শাশুড়ি আমাকে ফোনে জানায় আমার শশুর এখনো বাড়িতে পৌঁছায় নাই। এরপর আমরা খোঁজাখুঁজি করতে থাকি। পরে রাস্তার পাশ থেকে তার লাশ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আকতার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। তদন্ত অব্যাহত আছে।

এন/টি #

আরও খবর

Sponsered content