প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:১৪:৫৮ প্রিন্ট সংস্করণ
ভারত থেকে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন এলো:
ভারত থেকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন এসেছে বাংলাদেশে।
ভারতের রপ্তানি কারক জেনটেক্স ফার্মাসিটিক্যালস ও বাংলাদেশের আমদানি কারক জাস কর্পোরেশন সমন্বয়ে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসায় ব্যবহৃত ২৭ হাজার ৭৮০ ব্যাগ লাইন যশোরের বেনাপোল বন্দর দিয়ে আজ বাংলাদেশের প্রবেশ করেছে।
ভারত থেকে আমদানি করা প্রতি ব্যাগ স্যালাইনের দাম পড়েছে ৬১ টাকা ৩৫ পয়সা।
স্যালাইন আমদানিকারক এর এক প্রতিনিধির কাছ থেকে জানা গেছে আমদানিকৃত স্যালাইন কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবেন।
ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে ১৭ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় যোগদান করেন।
হাবিবুর রহমানের উদ্যোগে বিদেশ সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষের জীবনমান পাল্টে গেছে এজন্য তিনি মানবিক পুলিশ অফিসার হিসেবে বেশ পরিচিত এছাড়া তিনি কাজ করেছেন যৌনপল্লীর শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে।
ক্রীড়া অঙ্গনে তার বেশ অবদান রয়েছে কাবাডিতে তার অভূতপূর্ব উদ্যোগের কারণে ২০২২ সালে ক্রীড়া ফেডারেশন গুলোর মধ্যে কাবাডি ফেডারেশন শ্রেষ্ঠ ফেডারেশন হিসেবে স্বীকৃতি লাভ করে।
ইলিশ ধরা বন্ধ:
আগামী ১২ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আরোহন পরিবহন ক্রয় বিক্রয় বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।
আজ বুধবার ২০ সেপ্টেম্বর সকালের রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলনের কক্ষে জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় উৎপাদন বাড়ানোর জন্য প্রজনন মৌসুমী মায়ের ডিম ছাড়া সুযোগ দিতে মৎস্য অধিদপ্তর থেকে একথা জানানো হয়।
ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু:
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২১ জনের মৃত্যু হাসপাতলে ভর্তি ৩০২৭ জন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা মোট ৮৬৭ জনে দাঁড়িয়েছে।
এবছরের ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৮১০ জন। এদের মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে এক লাখ ৯৭৭ জন।