প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ৫:৩৫:৫০ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ চার যুবককে আটক করেছে ঢাকা জেলা (দক্ষিন) ডিবি পুলিশ। আটককৃতরা হলো, সাজ্জাদ হোসেন রাতুল (২৮),মোঃ জাহাঙ্গীর (৪৫),মোঃ মুন্না (৩৫) ও মোঃ রফিকুল হাসান সবুজ (৪৩)। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

রবিবার (২২জুন) রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার কয়েকটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলের নিয়মিত কাজের অংশ হিসেবে রবিবার দিবাগত রাত সাড়ে দশটা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে মডেল থানার কালিন্দী এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ সাজ্জাদ ও ছাটগাও এলাকা থেকে ২০ পিছ ইয়াবাসহ জাহাঙ্গীর এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার পানগাও এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সবুজ কে আটক করা হয়। এছাড়া ১২০ পুরিয়া হিরোইন সহ কাজিরগাও এলাকা থেকে মুন্না নামের আরো একজনকে আটক করা হয়।
এরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এন/টি #

















