অপরাধ

কেরানীগঞ্জে  হাতের কব্জি কাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

  প্রতিনিধি ১১ জুন ২০২৫ , ৪:৫৩:২০ প্রিন্ট সংস্করণ

Videocapture 20250611 164540

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গলায় গামছা পেঁচানো ও ডান হাতের কব্জি কাটা অবস্থায় জাকির হোসেন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত জাকির মাদারীপুর সদর থানার আব্দুল জলিল ভূইয়ার ছেলে। সে পেশায় একজন অটো রিক্সাচালক।

বুধবার (১১জুন ) বিকেল তিনটার দিকে উপজেলার শাক্তা ইউনিয়নের নরুন্ডি এলাকায় কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপের ভিতর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মৃতদেহের পাশ থেকে ডান হাতের বিচ্ছিন্ন হওয়া কব্জি উদ্ধার করা হয়। অধিকতর তদন্তের জন্য ঘটনাস্থলে পিবিআই এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

নিহতের বাবা জলিল ভূঁইয়া জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কেরানীগঞ্জে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাত জাকির। গেল রাতে কে বা কারা মোবাইলে ফোনে কল দিয়ে জাকিরকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ছেলের লাশ সনাক্ত করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

এন/টি #

 

আরও খবর

Sponsered content