অপরাধ

কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-১০

  প্রতিনিধি ১১ জুন ২০২৫ , ১:০৬:১৯ প্রিন্ট সংস্করণ

20250611 125850

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে সিগারেট কেনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় দেশীয় অস্ত্রের ব্যাপক প্রদর্শনীতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

মঙ্গলবার (১০ জুন) রাত দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আমবাগিচা ডিপজলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, আগানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানজিব ইসলাম সোহেল ও আগানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের যুবদল সভাপতি তরিকুল ইসলাম তরিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। রাত দশটার দিকে ডিপজলের বাজার এলাকার একটি সিগারেটের দোকানে সোহেল সিগারেট কিনতে গেলে সেখানে দোকানদারের সাথে তার বাকবিতন্ডা হয়। এ সময় পাশে থাকা তরিকের শশুর তাকে ধমক দিয়ে থামতে বললে তরিকের শশুরের সাথে সোহেলের ঝগড়া শুরু হয়। খবর পেয়ে তরিক দলবল নিয়ে ঘটনাস্থলে এসে সোহেলের উপর হামলা চালায়। মার খেয়ে সোহেল এলাকায় গিয়ে সংগঠিত হয়ে পুনরায় এসে তরিক গ্রুপের উপর হামলা করে। এ সময় ব্যাপক দেশীয় অস্ত্রের প্রদর্শনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আল আমিন জানান, এমন একটা ঘটনার কথা শুনেছি কিন্তু কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content