অপরাধ

কেরানীগঞ্জে ব্যাংকে দুর্ধর্ষ চুরি: চুরিকৃত টাকা উদ্ধারসহ আটক-৩

  প্রতিনিধি ১০ জুন ২০২৫ , ৮:০১:২৭ প্রিন্ট সংস্করণ

Img 20250610 wa0003

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে রোহিতপুর বোডিং এলাকায় আইএফআইসি ব্যাংকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্র ১৫ লক্ষ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাংকের নাইট গার্ড সহ জড়িত তিনজনকে আটক ও চুরিকৃত টাকা উদ্ধার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি ও কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলো,নাইটগার্ড সিয়াম (২৬),আলামিন হওলাদার(২৭) ও ইমরান হোসেন (২৬)। সোমবার (৯ জুন) সকাল থেকে মঙ্গলবার(১০ জুন) বিকেলে রিপোর্ট লেখা পর্যন্ত কখন কোন সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি গোপন রেখে তদন্ত অব্যাহত রেখেছে।

জানা গেছে, রহিতপুর বোর্ডিং এলাকায় আইএফআইসি ব্যাংক ঈদের ছুটিতে বন্ধ থাকায় নাইটগার্ড সিয়াম ব্যাংকের ভেতরে অবস্থান করতো। রবিবার রাতে আইএফআইসি ব্যাংকের সেন্ট্রাল মনিটরিং অফিস থেকে ব্যাংকের সিসি ক্যামেরা বন্ধ থাকায় ম্যানেজারকে ফোন করে সিসি ক্যামেরা বন্ধ কেন জানতে চাওয়া হলে তিনি নাইট গার্ড সিয়ামকে ফোন করে ক্যামেরা বিষয়ে জানতে চায়। সিয়াম তখন ম্যানেজার কে জানায় সে সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯ টা পর্যন্ত ব্যাংকের বাইরে ছিল। এ সময় কে বা কারা পেছনের এডজাস্ট ফ্যান ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে ভোল্ট ভেঙে টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ও ডিবি যৌথভাবে এ ঘটনায় তদন্ত শুরু করে।

পুলিশের একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ঘটনার পর ব্যাংকের নাইট গার্ড সিয়াম কে জিজ্ঞাসাবাদ করা হলে তার কথাবার্তা সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক তদন্তে নাইট গার্ড তার সহযোগীদের নিয়ে টাকা চুরি করে ব্যাংকের পেছনের দেয়ালের এডজাস্ট ফ্যান ভেঙে চুরির নাটক তৈরি করেছে বলে স্বীকার করেছে। এই ঘটনায় ব্যাংক ম্যানেজার ও জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের কাছ থেকে ব্যাংকের চুরি হওয়া ১৫ লক্ষ ২০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে এবং জড়িত আরো কেউ আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হতে আটককৃতদের ডিবি কার্যালয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে ঢাকা জেলা দক্ষিণ ডিবির ইনচার্জ সাইদুর রহমান ও কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর (তদন্ত ) ইলিয়াস হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযান অব্যাহত আছে। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এন/টি #

 

 

আরও খবর

Sponsered content