জাতীয়

লঞ্চে ওঠার সময় পরিবারসহ বুড়িগঙ্গায়: উদ্ধার করল স্থানীয়রা 

  প্রতিনিধি ৫ জুন ২০২৫ , ৪:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ

Img 20250605 wa0002

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে ঢাকার সদরঘাটে ফারহান ৩ নামের লঞ্চে উঠতে গিয়ে একটি পরিবারের নারী শিশু সহ তিনজন যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ভোলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিল। তাৎক্ষণিক লঞ্চের লস্কর সহ আরেকজন পানিতে ঝাঁপ দিয়ে তাদেরকে উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর সাড়ে বারোটায় সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই।তাৎক্ষণিকভাবে ওই যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঈদযাত্রায় অতিরিক্ত চাপের কারণে সদরঘাটে লঞ্চে ওঠার সময় ধাক্কাধাক্কিতে ওই যাত্রীরা বুড়িগঙ্গার পড়ে যায়। একপর্যায়ে লঞ্চের রশি ও ঘাটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয়। তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ সোহাগ রানা জানান, তারা লঞ্চে ওঠার সময় পেছন থেকে অপর একটি লঞ্চ ফারহান লঞ্চটিকে ধাক্কা দিলে লঞ্চটি পল্টুন থেকে একটু দূরে সরে গেলে সিঁড়িসহ পরিবারের তিনজন পানিতে পড়ে যান। লঞ্চের স্টাফ সহ স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে। পরবর্তীতে তাদেরকে নিরাপদে লঞ্চে উঠিয়ে দিলে তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এন/টি #

আরও খবর

Sponsered content