অপরাধ

সাংবাদিকের উপর জুলাই বিপ্লব ছাত্র হত্যার আসামীর হামলা

  প্রতিনিধি ১ জুন ২০২৫ , ৭:০৩:০৫ প্রিন্ট সংস্করণ

Img 20250601 wa0002

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের উপর হামলা করেছে জুলাই বিপ্লবের ছাত্র হত্যার আসামী মজিবর রহমান।এতে আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রাকিব হোসেন,এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, প্রতিদিনের সংবাদের কেরানীগঞ্জ প্রতিনিধি লিটন খান ও আজকের পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন ইমন আহত হয়েছে। হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত মজিবর রহমান জুলাই বিপ্লবে নিহত ছাত্র জিহাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামী। এসময় তার সাথে ছিলো সন্ত্রাসী শেখ শামীম ও আব্দুল গনি।

রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা সড়কে এ ঘটনা ঘটে।এঘটনায় আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি রাকিব হোসেন ও এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিষয়ে এনটিভির কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের জন্য কেরানীগঞ্জ উপজেলাস্থ কোনাখোলা বিএনপি অফিসের সামনে গেলে সন্ত্রাসী মজিবর,শেখ শামিম ও আঃ গনিসহ ১০/১২ জন মিলে আমার উপর আতর্কিত হামলা চালায়। এ সময় মজিবর আমাকে গলা টিপে ধরে আমার আইডি কার্ডটি ছিড়ে ফেলে তখন শেখ শামিম আমার কলার চিপে ধরে আমার চশমাটি ছিনিয়ে নিয়ে ভেংগে ফেলে। এছাড়া আঃ গনি আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে কিল, ঘুষি দেয়। এ সময় আমার সহকর্মী আজকের পত্রিকার মোঃ নাজিম উদ্দিন ইমন ও প্রতিদিনের সংবাদের লিটন খান এগিয়ে আসলে শেখ শামিম মোঃ নাজিম উদ্দিন ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে প্রতিদিনের সংবাদের লিটন খানকে এলোপাথারী কিল, ঘুষি মারে। এতে তাহার শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়। এছাড়া আমার পেশাগত কাজে ব্যবহৃত ভিডিও ক্যামেরাটিও তারা লুট করে নিয়ে যায়। এর কিছুক্ষণ আগে তারা একইভাবে আমার দেশ পত্রিকার রাকিব হোসেনের উপর হামলা চালায়।

প্রতিদিনের সংবাদের লিটন খান বলেন, আমি দেখলাম আমার সামনে থেকে সিনিয়র সাংবাদিক দেলোয়ার ভাইকে তারা টেনে হিছড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে আমি তাকে রক্ষা করতে গেলে আঃ গনির নেতৃত্বে শেখ শামিম আমাকে কিলঘুষি মারে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ আলআমিন বলেন, এঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এন/টি #

আরও খবর

Sponsered content