জাতীয়

কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে,লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  প্রতিনিধি ২৮ মে ২০২৫ , ৭:০১:১৮ প্রিন্ট সংস্করণ

Img 20250528 wa0008

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে।এতে কয়েক লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৮ মে) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় মামুন হোসেনের মালিকানাধীন একটি গাড়ির পুরাতন যন্ত্রাংশের গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের তিনটি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এটি একটি গাড়ির যন্ত্রাংশের গোডাউন, ভিতরে গাড়ির টায়ার থাকার কারণে আগুন নিভাতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। ভোরে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দশ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা গেছে।

এন/টি #

আরও খবর

Sponsered content