জাতীয়

কেরানীগঞ্জে বর্ষিয়ান সাংবাদিকের ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  প্রতিনিধি ১৬ মে ২০২৫ , ৮:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

Img 20250516 wa0012

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার কেরানীগঞ্জ প্রতিনিধি কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা মো: সালাউদ্দিন মিয়া বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাদ জুমা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকুতুব এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। বাদ মাগরিব চরকুতুব কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আমবাগিচা উচাভিটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

মৃত্যকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ের সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি কেরানীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন সমবেদনা জানিয়েছে ‌।

এন/টি #

আরও খবর

Sponsered content