জাতীয়

কেরানীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড: গৃহস্থালী আসবাবপত্র ভস্মীভূত

  প্রতিনিধি ১১ মে ২০২৫ , ১১:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ

Img 20250511 wa0003

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি টিনশেড বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বাড়িতে থাকা ফার্নিচার,কাপড়-চোপড় সহ গৃহস্থালি সমস্ত আসবাবপত্র অন্তত পাঁচ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পশ্চিম পাড়া দেলোয়ারা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বসতবাড়িতে বিভিন্ন কাঠের আসবাবপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এন/টি #

আরও খবর

Sponsered content