প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৫ , ৪:৩৮:০৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: “শ্রমিক মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন করে”এই স্লোগানকে ধারণ করে ঢাকার কেরানীগঞ্জে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে জাতীয় মে দিবসকে সামনে রেখে শ্রম অধিদপ্তর ঢাকার গাজীপুর,সাভার ও কেরানীগঞ্জ সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করে।
কেরানীগঞ্জ দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম অধিদপ্তর, শ্রমিক সংগঠন, বিসিক প্রতিনিধি ও বিএলএফ প্রতিনিধিগণ বক্তব্য প্রদান করেন।

সভাকক্ষে উপস্থিত বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পৃথিবীতে সভ্যতা শুরু হয়েছে শ্রমিকদের হাত ধরে। শ্রমিকরা হচ্ছে দেশ গড়ার প্রকৃত কারিগর। অথচ শ্রমিকদের নিরাপত্তা নেই। চিকিৎসা যা আছে তা অপ্রতুল। এখনো শ্রমিকরা ন্যায্য অধিকার সংরক্ষণের আন্দোলন করে। কাজ করার পর অতিরিক্ত ওভারটাইম করে টাকা পায় না। তারা রানা প্লাজার মত আর কোনো ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ আল মামুন শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান।
এতে অন্যান্যদের মধ্যে শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক তামান্না মাহমুদ, শ্রম কর্মকর্তা কে এম শহিদ, দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রাকিব হোসেন, বিসিক প্রতিনিধি আব্দুর রব, ঢাকা জেলা শ্রমিক দল নেতা আলী হোসেন, কেরানীগঞ্জ গার্মেন্টস কল্যাণ ফেডারেশনের সভাপতি ইকবাল হোসেন ও বিএলএফ প্রতিনিধি সরোয়ার আলম উপস্থিত ছিলেন।
এন/টি #

















