জাতীয়

ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)র সভাপতি টিপু সম্পাদক মোস্তাক

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ , ৯:৪৯:৪৩ প্রিন্ট সংস্করণ

Messenger creation a7a1730a f534 4372 a12a 29c218d3dc1f

নিউজ ডেস্ক: ঢাকা জার্নালিস্ট কাউন্সিল’র (ডিজেসি) দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আজকের দৈনিকের ইকরামুল কবীর টিপু সভাপতি ও দৈনিক সারা বাংলার মোস্তাফিজুর রহমান মোস্তাক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সোমবার (১৪ এপ্রিল) তোপখানা সেগুনবাগিচাস্থ নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডিআরইউ’র সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। এ সময় নির্দেশামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য খায়রুজ্জামান কামাল ও লায়ন মো. জাহাঙ্গীর আলম।

এতে সহ-সভাপতি হিসেবে এফএনএস এর মোহাম্মদ শাজাহান স্বপন ও বাংলাদেশের আলো’র জাফরুল আলম, যুগ্ম সম্পাদক পদে জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল, অর্থ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলার এস এম দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির আলী তালুকদার নির্বাচিত হন।

অন্যান্য পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনতার মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলা বাজারের শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সমকালের মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক সংবাদ সংস্থা এফএনএস এর পিপুল নুর হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনলিমিটেড নিউজের নুরে আলম জীবন, নারী বিষয়ক সম্পাদক বাংলা মেইলের দীপা ঘোষ রিতা, আপ্যায়ন সম্পাদক বৈখাখী টিভির ইমরান হাসান।

কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন গোলাম মুজতবা ধ্রুব, আতিকুল ইসলাম, শাহজাহান সাজু, আরমান হোসেন বাদল, শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুবুর রহমান, নাজমুল সাগর, কাজী শফিউল ইসলাম (আল আমিন)।

এন/টি #

আরও খবর

Sponsered content