লাইফ স্টাইল

প্রতিষ্ঠার পর থেকে যে বিমানবন্দরে কোন লাগেজ হারানো যায়নি

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ১১:৩০:২৮ প্রিন্ট সংস্করণ

Oplus 131072
Oplus_131072

নিউজ ডেস্ক:উন্নত মানের সেবা, প্রযুক্তি দিক দিয়ে বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা রয়েছে সিঙ্গাপুর ও দুবাইয়ের নাম। তবে সেখান থেকেও  লাগেজ খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যতিক্রম জাপানের কানসাই আন্তর্জাতিক বিমানবন্দর। সুশৃঙ্খল নিয়ম-কানুনের কারণেযেখানে প্রতিষ্ঠার ৩০ বছরের মধ্যে এ পর্যন্ত কোন লাগেজ খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি। সম্প্রতি কানসাই বিমানবন্দর তাদের তিন দশকের এই অনন্য অর্জন পালন করেছে।

জাপানের সপ্তম ব্যস্ততম বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৯৯৪ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরটি প্রতিষ্ঠার পর থেকে এখানে কোনো যাত্রীর ব্যাগ বা লাগেজ হারায়নি। এই বিমানবন্দর দিয়ে প্রতি বছর গড়ে ২-৩ কোটি যাত্রী যাতায়াত করেন।

বিমানবন্দরের এই অর্জনে এখান দিয়ে যাতায়াত করা যাত্রীরা খুশি। তারপরও এই কৃতিত্বকে বেশিকিছু মনে করছেন না কর্তৃপক্ষ। তাদের দাবি তারা নির্দিষ্ট দায়িত্ব পালন করছেন।

কানসাইয়ের জনসংযোগ কর্মকর্তা কেনজি তাকানিশি সিএনএনকে বলেন, “আমরা মনে করি না যে আমরা বিশেষ কিছু করছি।”

তিনি বলেন, ‘আমরা স্বাভাবিকভাবে যে কাজ করে থাকি, সেটাই আন্তরিকতার সঙ্গে করা হয়েছে। আমরা দৈনন্দিন ভিত্তিতে আমাদের স্বাভাবিক কাজগুলো করে গেছি। আমি মনে করি আমাদের কর্মীরা, বিশেষ করে যারা বিমানবন্দরে কাজ করছেন, তারা আরও সন্তুষ্ট বোধ করেন।”

#####‍

আরও খবর

Sponsered content