খেলাধুলা

আইপিএল থেকে মুস্তাফিজের আয়ের একটি অংশ পাবে বিসিবি

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ৯:৩৯:৫৮ প্রিন্ট সংস্করণ

Images (97)

নিউজ ডেস্ক: এবছর আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এ পেসার। সব ঠিক থাকলে আজ (২ মে) বাংলাদেশে ফেরার কথা মুস্তাফিজের। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এবছর আইপিএল থেকে কত টাকা আয় করলেন মুস্তাফিজ সে প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে ? কারণ নিলামের শুরুতে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ানো হলেও সম্পূর্ণ ম্যাচ খেলতে পারেননি।আইপিএলের নিয়মানুযায়ী, পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন। তবে সেটি না হওয়ায় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার।
১মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে ৯ টি ম্যাচ খেলেছেন ফিজ।নিলামের দাম অনুযায়ী, ম্যাচ বাবদ পারিশ্রমিক ১৪ লাখ ২৮ হাজার ৫৭১ রুপি। সেই হিসেবে ৯ ম্যাচে মুস্তাফিজ পাবেন ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ১৩৯ রুপি। এখান থেকে ২০ শতাংশ হারে ভারতীয় সরকার ভ্যাট বাবদ কেটে নেবে।সেক্ষেত্রে আর বাকি থাকছে ১ কোটি ২ লাখ ৮৫ হাজার ৭১২ রুপি। অবশ্য এই টাকাটাও পুরোটা পাবেন না তিনি।

আইপিএলের গাইডলাইন অনুযায়ী, একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর ২০ শতাংশ দিতে হবে খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে। অর্থাৎ ২০ শতাংশ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে ৯টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিজে পাবেন ৮২ লাখ ২৮ হাজার ৫৬৫ রুপি। এর সঙ্গে অবশ্য ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারসহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে।

উল্লেখ্য, আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিজ। এবারের আসরে হলুদ জার্সিতে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।

 

আরও খবর

Sponsered content