প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৪ , ১:৩১:৪৬ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে আলোচিত সাইফুল ইসলাম রাসেল হত্যা মামলার আসামি ‘আব্বা বাহিনী’র আফতাব উদ্দিন রাব্বির জামিন স্থগিত করে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
রোববার (২১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
গত ২১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পেয়ে ২৫ মার্চ কারামুক্ত হন আফতাব উদ্দিন রাব্বি। এরপর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে আবেদন করে।