আন্তর্জাতিক

আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ১২ মামলায় ইমরান খানের জামিন

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:৪৮:২৪ প্রিন্ট সংস্করণ

Imran Khan 2402101438

নিউজ ডেস্ক:চরম নাটকীয়তায় মোড় নিয়েছে পাকিস্তানের রাজনীতি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও দলটির সদস্যরা স্বতন্ত্র নির্বাচন করে ৯৯ টি আসন পাওয়ার পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তা দেখা দিয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ১২ মামলায় জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
গত বছরের ৯ মে দাঙ্গার ঘটনায় করা মামলায় শনিবার (১০ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন তারা। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এ খবর নিশ্চিত করেছেন।
পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশিকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের স্থানীয় সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারপতি মালিক ইজাজ আসিফ জামিন আবেদনের শুনানিতে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করে রাখার কোনো যৌক্তিকতা নেই।
৯ মে দাঙ্গার ঘটনায় করা মামলায় ওই দিন দেশটির হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তার জামিন পাওয়া ১২ মামলার মধ্যে পাকিস্তানের সেনা সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলার ঘটনায় করা মামলাও আছে। ১২ মামলায় ইমরানকে ১ লাখ পাকিস্তানি রুপির মুচলেকায় স্বাক্ষর করতে বলা হয়েছে।

####

 

আরও খবর

Sponsered content