জেলার সংবাদ

কেরানীগঞ্জে অটিস্টিক শিশুদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ৩:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ

Img 20240124 14551409

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর পক্ষ থেকে বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মডেল টাউন এলাকায় ঢাকা জেলা পুলিশের আয়োজনে ও কেরানীগঞ্জ মডেল থানার সার্বিক তত্ত্বাবধানে এতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেরানীগঞ্জ অটিস্টিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল,জ্যাকেট, সুয়েটার ও খাবার বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি অটিস্টিক শিশুদের অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তার পক্ষে যতটুক সম্ভব তা সমাধানের আশ্বাস প্রদান করেন।

Img 20240124 14561281

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমান স্টেজে বসে আছেন

পুনাক সভানেত্রী রেজওয়ানা রহমানের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার নুরে-আলম, অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল শাহাবুদ্দিন কবির সহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

#####

 

 

আরও খবর

Sponsered content