অপরাধ

সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলার বিচার শুরু

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৪ , ৫:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

Img 20240118 173052

নিউজ ডেস্ক: বহুল আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হলো। তবে এ মামলায় অপর আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আকতারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত।
গত বছর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে বাদী বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন এবং বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।
ইলিয়াস হোসাইন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন আদালত। এর আগে গত ৩১ আগস্ট ইলিয়াস হোসাইনের সম্পত্তি ক্রোকের আদেশ দেন ট্রাইব্যুনাল।

###

 

আরও খবর

Sponsered content