জাতীয়

সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের বুধবার শপথ গ্রহণ 

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৪ , ২:২৬:০৪ প্রিন্ট সংস্করণ

Img 20240109 Wa0001

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের বুধবার (১০ জানুয়ারি) শপথ অনুষ্ঠিত হবে।সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।এরই মধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

এর আগে আজ যেকোন সময় ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে।গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়। সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।

 

আরও খবর

Sponsered content