প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৪ , ৭:৪০:৩০ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ (ঢাকা) : “বিএনপি জামায়াত জোট এখন বুঝতে পারছে নির্বাচনে না এসে তারা ভুল করেছে।এখন আর কিছু করার নেই,তারা ফান্দে পড়ে গেছে। তারা ভোট বর্জন করেছে সারাদেশের মানুষ তাদের বর্জন করেছে” বলে মন্তব্য করেছেন ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সোমবার (১ জানুয়ারি ) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ায় শুভাঢ্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,রাজনৈতিক দল নির্বাচনে থাকতে হবে, পাশ ফেল আল্লাহ তায়ালার কাছে, অথচ তারা চায় আগে থেকে তাদের পাসের গ্যারান্টি দিতে হবে। সেই গ্যারান্টি কেউ দিবে না।
আমরা আপনাদের কাছে খালি হাতে আসি নাই, দেশের উন্নয়ন করেছি। এখন আপনাদের কাছে পবিত্র আমানত ভোটের আশা করছি। ৭ তারিখে সবাই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে রেকর্ড পরিমান ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন।
নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
####