কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার কেরানীগঞ্জে দুই নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)১০। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মঞ্জুর আক্তার জলি (২৬) মাহফুজা আক্তার (২১) ও মোঃ আজাদ হোসেন (১৯)। তোরা সবাই ঝিনাইদহের মহেশপুর খোলাসপুর এলাকার বাসিন্দা।
র্যাব—১০ সদর দপ্তর থেকে সহকারী পরিচালক (অ্পস) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী,ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তিন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার বাজার মূল্য ৪ লক্ষ ৬৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।