জেলার সংবাদ

স্বামীর লাশের অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৯:৪২ প্রিন্ট সংস্করণ

Images (55)

নিউজ ডেস্ক: স্বামীর মরদেহ নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী রহিমা খাতুন।বুধবার সকালে সাতক্ষীরা আশাশুনির বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে। ক্যান্সার আক্রান্ত স্বামী আলতাফ হোসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মৃত আলতাফ হোসেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এলাকার শামছুর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আলতাফ হোসেন দুই সপ্তাহ আগে ইটভাটায় কাজ নিয়ে ঢাকার সাভারে যান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ধরা পড়ে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান। বুধবার সকালে মরদেহ অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার প্রতাপনগর নেওয়া হচ্ছিল। এ সময় আলতাফ হোসেনের সন্তানসম্ভবা স্ত্রী অ্যাম্বুলেন্সে ছিল। লাশবাহী অ্যাম্বুলেন্স বুধহাটা এলাকায় পৌঁছালে স্ত্রী’র প্রসব ব্যথা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সেই কন্যা সন্তানের জন্ম হয়।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, আলতাফের পরিবার শোকাহত। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁর পরিবারকে সহযোগিতা করা হবে।

আরও খবর

Sponsered content