প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৩, ৮:৫৮ অপরাহ্ণ
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিন কেরানীগঞ্জ থানার বিপরীত পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় মনিরুল (৩০) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত ও অপর সুজন নামে এক আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া যাত্রী ছাউনীর কাছে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল কে মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান,মোবাইল ফোনের সূত্র ধরে তার এক আত্মীয়র কাছ থেকে নিহতের নাম মনিরুল এবং সে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার কারিগঞ্জের কুড়ালিয়া গ্রামের শহিদ মিয়া ছেলে বলে নিশ্চিত হওয়া গেলেও তাৎক্ষণিক আর কোন কিছু জানা যায়নি।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা শ্যামপুরের বাসিন্দা মামুন জানান, আমি ছোট ভাইকে নিয়ে মাওয়া যাচ্ছিলাম। পথিমধ্যে ইকুরিয়া যাত্রী ছাউনীর সামনে ভিড় দেখে গাড়ি থামিয়ে গিয়ে দেখি দুজন আহত অবস্থায় পড়ে আছে। অনেক মানুষের ভিড়,তাদের কাছে জানতে পারলাম নিহত মনিরুল বাইক চালিয়ে আসছিল এবং আহত সুজন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল সুজনকে ধাক্কা দিলে সুজন সিটকে পড়ে যায় এবং গাড়িসহ মনিরুল রাস্তা ডিভাইডারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে অন্যান্যদের সহায়তায় সিএনজিতে করে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল কে মৃত ঘোষণা করে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।
All Copyright Reserved © newstoday24live.com - 2023