নিউজ ডেস্ক: বিএনপির বর্তমান সরকার বিরোধী আন্দোলন বেগবান ও রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিভিন্ন জেলায় নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পাবনা জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি আব্দুস সালামকে জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।তিনি জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম এর সঙ্গে আলোচনার ভিত্তিতে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয় করবে।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল কারাবন্দি থাকায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করে চলমান রাজনৈতিক কর্মসূচি সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানকে জেলা বিএনপির সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কারাগারে থাকায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক শানুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন কারান্তরীণ থাকায় জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে রাজনৈতিক কর্মসূচি সমন্বয় করতে বলা হয়েছে।
ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ. এফ. এম কাইয়ুম কারাবন্দি থাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া সুস্থ হওয়ায় পুনরায় তাকে মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি পদে পূনবহাল করা হয়েছে।
উল্লেখ্য: মির্জাপুর পৌরসভা বিএনপির সভাপতি হযরত আলী মিয়া অসুস্থ থাকায় গত ৬ ডিসেম্বর সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছিলো।
##এস/কে
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।