জেলার সংবাদ

কেরানীগঞ্জে গ্যাসের চুলা তৈরির কারখানায় আগুন

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৩ , ৫:৩৬:৪৮ প্রিন্ট সংস্করণ

Img 20231207 173616

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে মেসার্স ট্রেড সোর্স নামের একটি গ্যাসের চুলা তৈরির প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজ, প্যাকেজিং মালামাল ও বেশ কিছু তৈরি চুলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর ) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ইউনিয়নের কালিন্দী ভাগনা গোপপাড় এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটির মালিক জয়নাল মিয়া জানান, এখানে চীন থেকে কাঁচামাল আমদানি করে দেশীয় প্রযুক্তিতে গ্যাসের চুলা তৈরি ও প্যাকেজিং করা হয়। দুপুরে খাবার জন্য বিরতি থাকার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কারখানার ভিতরে কোন কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, আমাদের দুটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস স্টেশন কাছাকাছি হওয়ায় খুব দ্রুতই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারায় আগুনের ব্যাপক হয় ক্ষতি থেকে কারখানাটি রক্ষা করা গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারনা করা হলেও বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।

আরও খবর

Sponsered content