নিউজ ডেস্ক: আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত বাতাসে বেড়িয়ে আসেন।তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
তিনি জানান, আমির হামজার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে কারাগার থেকে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
এর আগে গত ৪ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালতে আমির হামজার আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে আলোচিত ইসলামী বক্ত আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।